Business Asia Magazine https://thebusinessasia.com Business Asia is a publication for bringing together Business Professionals and Entrepreneurs as well as Enterprises from Asia. Mon, 13 Jan 2025 09:58:28 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.2 https://thebusinessasia.com/wp-content/uploads/2024/11/Business-Asia-150x150.png Business Asia Magazine https://thebusinessasia.com 32 32 স্বপ্নজয়ী নারী সম্মাননা সিজন-টু https://thebusinessasia.com/%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%a8%e0%a6%9c%e0%a6%af%e0%a6%bc%e0%a7%80-%e0%a6%a8%e0%a6%be%e0%a6%b0%e0%a7%80-%e0%a6%b8%e0%a6%ae%e0%a7%8d%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a8%e0%a6%a8%e0%a6%be/ Wed, 08 Jan 2025 05:29:26 +0000 https://thebusinessasia.com/?p=1093
নারী দিবসকে সামনে রেখে আসছে ‘স্বপ্নজয়ী নারী সম্মাননা-সিজন টু’

গত বছরের সফল আয়োজনের ধারাবাহিতকতায় এবার আসছে দেশ ও প্রবাসের খ্যাতিমান ও সফল নারীদের সম্মানিত করার আয়োজন- ‘স্বপ্নজয়ী নারী সম্মাননা’র সিজন-টু। আসন্ন নারী দিবসকে সামনে রেখে বিজনেস এশিয়া ম্যাগাজিনের আয়োজনে আগামী ২০ ফেব্রুয়ারি, ২০২৫ ঢাকার ওয়েস্টিন হোটেলে বসবে স্বপ্নজয়ী নারী সম্মাননার দ্বিতীয় আসর। গেলোবারের মতো এবারের আয়োজনেও দেশ ও প্রবাসের বিভিন্ন অঙ্গণের সফল ও প্রতিষ্ঠিত ২০ নারী ব্যক্তিত্বকে প্রদান করা হবে ‘স্বপ্নজয়ী নারী সম্মাননা- ২০২৫’। এছাড়া থাকবে মনোঙ্গ সাংস্কৃতিক অনুষ্ঠান ও স্পেশাল ডিনার।

আয়োজক সূত্রে জানা গেছে, নারী দিবসের এই আয়োজনে একই সাথে বিশ্ব নারী দিবস উপলক্ষে প্রকাশিত দুটি বিশেষ প্রকাশনার মোড়ক উন্মোচন করা হবে। বিশেষ প্রকাশনা দুটি হচ্ছে- দেশের নানা সেক্টরে মেধা, প্রজ্ঞা, নেতৃত্বগুণ আর সাফল্য দিয়ে আলো ছড়ানো ১০০ নারীকে নিয়ে 100 BANGLADESHI LEADING WOMEN এবং প্রবাসে নানা সেক্টরে সফল শীর্ষ ১০০ নারীকে নিয়ে GLOBAL 100 NRB LEADING WOMEN.

আয়োজকরা প্রত্যাশা করছেন, দেশ ও প্রবাস থেকে বিভিন্ন অঙ্গণের প্রায় সহস্রাধিক নারী অতিথির অংশগ্রহণে মুখরিত হবে এবারের আয়োজন। উল্লেখ্য গেলোবারের আয়োজনে দেশ ও প্রবাসের অর্ধ সহস্রাধিক নারী অতিথি অংশ নিয়েছিলেন।

‘স্বপ্নজয়ী নারী সম্মাননা’ আয়োজনের নিয়মিত আপডেট পেতে চোখ রাখুন আমাদের ফেসবুক পেজে।

Business Asia : https://www.facebook.com/businessasiabd

]]>